শনিবার, ৪ মে, ২০২৪ ০০:০০ টা

কুড়িগ্রামে একটি ডগায় ধরেছে ১৮টি লাউ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক কৃষকের একটি লাউ গাছের এক ডগায় ধরেছে ১৮টি লাউ। ইসমাইল হোসেন নামের ওই কৃষকের লাউ গাছের এক ডগায় ১৮ লাউ ঝুলতে দেখে এলাকার সবাই অবাক। ইসমাইল হোসেন ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কবির মামুদ কদমের তল এলাকার বাসিন্দা। তিনি জানান, সাত থেকে আট মাস আগে ফুলবাড়ি বাজার থেকে একটি লাউ গাছের চারা কিনে আনেন। তারপর একটি বস্তার মধ্যে জৈব সার ও মাটি ভরাট করে লাউয়ের চারাটি রোপণ করেন। পরে চারা গাছটি বেড়ে উঠলে রান্না ঘরের চালে লাউয়ের ডগা উঠিয়ে দেন। এর এক পর্যায়ে লাউ গাছটি রান্নাঘরের চালজুড়ে ছড়িয়ে পড়ে। আর ধরতে থাকে লাউ। তিনি বলেন, গাছটি থেকে এ পর্যন্ত ১০ থেকে ১৫টি লাউ তুলে আমরা নিজেরা রান্না করে খেয়েছি। ১৫ দিন আগে গাছটির গোড়ার দিকে একটি ডগায় একসঙ্গে অনেক ছোট ছোট লাউ দেখতে পাই। পরে গুনে দেখা গেছে সেখানে একসঙ্গে ১৮টি লাউ বের হচ্ছে।

 ধীরে ধীরে সে লাউ বেড়ে ওঠে। এখন সেগুলো দেখার মতো হয়েছে।

এদিকে এরকম ব্যতিক্রমী ঘটনা দেখতে পাড়া মহল্লা ও দূর-দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসছেন। এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন জানান, কৃষক ইসমাইল হোসেনের লাউ গাছের একটি ডগায় একসঙ্গে ১৮টি লাউ ধরার খবরটি জেনেছি এবং ছবিও দেখেছি। এটা জেনেটিকগত কারণে হয়েছে। অস্বাভাবিক কিছু না, তবে এটা কৃষকের জন্য খুবই ভালো।

সর্বশেষ খবর