রবিবার, ৫ মে, ২০২৪ ০০:০০ টা

বরিশালে শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাস-মাহিন্দ্রা বন্ধ

প্রতিদিন ডেস্ক

পরিবহন শ্রমিকদের মধ্যে দফায় দফায় মারামারি, হামলা-পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনায় বরিশাল নগরীর নথুল্লাবাদ টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার পথে বাস চলাচল বন্ধ রয়েছে। সূত্র : বিডিনিউজ। বাস শ্রমিকদের দুটি পক্ষ এবং মাহেন্দ্র টেম্পোর (থ্রি-হুইলার) শ্রমিকদের মধ্যে সংঘর্ষের কারণে গতকাল দুপুর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে বলে বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার আলী আশরাফ ভুঞা জানান। তিনি বলেন, বরিশাল জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস কোচ মাইক্রবাস শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে বেলা ১২টায় দুপক্ষে সংঘর্ষ হয়। এর জের ধরে সন্ধ্যার দিকে বাস ও থ্রি-হুইলার শ্রমিকদের মধ্যে পুনরায় সংঘর্ষ বাধে।

পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

ঘটনাস্থলে থাকা এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, সংঘর্ষের সময় ১৫-২০টি মাহেন্দ্র টেম্পো ও ৩-৪টি বাস ভাঙচুর করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ঘটনার পর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছাড়েনি। ভোলা, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলো শহরে এসে আটকা পড়ে। পরে রাতে সেগুলোর চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ খবর