শিরোনাম
শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা

সাগর থেকে মালয়েশীয় নাবিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বঙ্গোপসাগরের বহির্নোঙর থেকে তিন দিন আগে সাগরে পড়ে নিখোঁজ মালয়েশিয়ান নাবিক মুহাম্মদ ঈসা বিন মুহাম্মদ বীরমোহনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল কোস্টগার্ড পূর্ব জোনের জাহাজ জয় বাংলা বহির্নোঙর থেকে সামান্য দূরবর্তী এলাকা থেকে লাশটি উদ্ধার করে।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুয়াইব বিকাশ জানান, এমটিটি সাপানগারে কর্মরত অবস্থায় গত ৮ মে মালয়েশীয় নাবিক মুহাম্মদ ঈসা বিন মুহাম্মদ বীরমোহন জাহাজের ডেকের ওপর কাজ করার সময় সাগরে পড়ে যায়। ওইদিন থেকে কোস্টগার্ড জাহাজ ও বোট নিয়ে নিয়ে উদ্ধার অভিযান চালালেও পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর বিকালে সাগরের বহির্নোঙর থেকে সামান্য দূর থেকে লাশটি উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে লাশটি স্থানীয় পুুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর