শিরোনাম
রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

চলন্ত ট্রেনের ভিডিও করার সময় প্রাণ গেল কলেজছাত্রের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কুড়িলে রাতের বেলা চলন্ত ট্রেনের ভিডিও করার সময় অপর লাইন দিয়ে আসা আরেক ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক কলেজছাত্র। তার নাম ফয়সাল (১৮)। সে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। এ ছাড়া গতকাল একই এলাকায় সকাল ১০টায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারা গেছে অজ্ঞাত নারী। তার বয়স আনুমানিক ৫০। তার নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

গতকাল দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানান ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর রেলস্টেশন ফাঁড়ির এএসআই সানুমং মারমা। তিনি বলেন, নিহত ফয়সাল পরিবারের সঙ্গে বিমানবন্দরের পেছনে মানিকদী এলাকায় থাকতেন। শুক্রবার রাতে কুড়িল বিশ্বরোড এলাকায় চলন্ত একটি ট্রেনের ভিডিও করার সময় অপরলাইন দিয়ে আসা আরেক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। এক আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ফয়সালের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর