শিরোনাম
রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

আবদুল্লাহ চট্টগ্রাম পৌঁছাবে কাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সোমালিয়ান দস্যুদের কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ আগামীকাল (সোমবার) চট্টগ্রাম বহির্নোঙরে পৌঁছাবে। গতকাল জাহাজটি বঙ্গোপসাগরে প্রবেশ করে। বর্তমানে তা চট্টগ্রাম বন্দর অভিমুখে অগ্রসর হচ্ছে। কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, আরব আমিরাত থেকে চুনাপাথর নিয়ে রওনা দেওয়া জাহাজ আবদুল্লাহ বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে। আগামী সোমবার সন্ধ্যা কিংবা রাতে চট্টগ্রাম বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

জানা যায়, ২৭ এপ্রিল আরব আমিরাত থেকে ৫৬ হাজার টন চুনাপাথর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় আবদুল্লাহ। এর আগে ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো থেকে কয়লা নিয়ে আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। ১৪ এপ্রিল ভোররাতে জাহাজটি জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়। জলদস্যুদের কবলে পড়া জাহাজটি চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠী কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং করপোরেশনের। জাহাজটি সাধারণ পণ্য পরিবহন করে থাকে।

সর্বশেষ খবর