মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা
উপজেলা নির্বাচন

প্রার্থী হওয়ায় ভাইপোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন এমপি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় আপন ভাইপো যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী। চেয়ারম্যান প্রার্থী নোমান ওসমানী রিচি সংসদ সদস্য সালাম মুর্শেদীর ভাই আজাদ আবুল কালামের (মিস্টার বাংলাদেশ-বডি বিল্ডার) ছেলে। নিজের ফেসবুক আইডিতে সংসদ সদস্য বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে নির্বাচনি আচরণবিধি পালনে সচেষ্ট রয়েছি। আমার ভ্রাতুষ্পুত্র চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় আমি যুগপৎ দুঃখিত। তার নৈতিকস্খলন ও অসৎ মানসিকতার কারণে তাকে পরিত্যাগ ঘোষণা করি। আমার সামাজিক রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে আমার রাজনৈতিক প্রতিপক্ষের পৃষ্ঠপোষকতায় নোমান ওসমানী রিচি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছে। আমি এই ঘোষণাপত্রের মাধ্যমে রূপসা উপজেলার সর্বস্তরের জনসাধারণের অবগতির জন্য জানাচ্ছি যে, আমার এই ভ্রাতুষ্পুত্রের সঙ্গে আমার এবং আমার পরিবারের কোনো সম্পর্ক নেই।’

এ বিষয়ে নোমান ওসমানী রিচি জানান, এমপি সাহেব (সালাম মুর্শেদী) আমাদের বংশের মুরব্বি। তিনি ফেসবুকে যে মতামত দিয়েছেন এ সম্পর্কে আমি কোন মন্তব্য করতে রাজি না। আমি এত বড় বেয়াদব নই যে, সাংবাদিকদের কাছে চাচার বিরুদ্ধে কোনো কথা বলব।

 

সর্বশেষ খবর