মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা

দুর্ঘটনায় বেঁচে যাওয়া সেই শিশুকে মামার জিম্মায় দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় বেঁচে ফেরা শিশু জায়েদকে তার মামার কাছে অস্থায়ীভাবে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। পাশাপাশি এ ঘটনায় দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করতে র‌্যাবের মহাপরিচালক ও ময়মনসিংহ পুলিশপ্রধানকে নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর নজরে আনার পর গতকাল বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। দুর্ঘটনার পর মায়ের জন্য কান্নারত শিশুটিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। পরে আদেশের বিষয়টি তিনি নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেন। ১০ মে রাত ১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মাস্টারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মা প্রাণ হারালেও বেঁচে যায় তার শিশুসন্তান। প্রাণ হারানো মায়ের নাম জায়েদা খাতুন (৩২)। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খুশিউড়া গ্রামের বাসিন্দা মো. রমিজ উদ্দিনের মেয়ে। বেঁচে যাওয়া দেড় বছরের শিশুটির নাম জায়েদ। শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মনজিল মোরসেদ জানান, আদালত ভালুকা মডেল থানায় দায়ের করা মামলাটি সঠিকভাবে তদন্ত করে দোষী গাড়ি এবং আসামি শনাক্ত ও গ্রেফতার করতে ভালুকা থানার ওসি ও ময়মনসিংহ জেলার পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। ২০ মে সুরতহাল রিপোর্ট, অন্যান্য তথ্যাদিসহ অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

সর্বশেষ খবর