বুধবার, ১৫ মে, ২০২৪ ০০:০০ টা

ফের বিস্তৃত হচ্ছে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

আবারও তাপপ্রবাহের কবলে দেশ। এক দিনের ব্যবধানে নতুন করে তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে অন্তত ২৩টি জেলায়। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ও আগামীকাল তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে আরও বিস্তৃত হতে পারে তাপপ্রবাহের এলাকা। গত সোমবার সাতটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। গতকাল তাপপ্রবাহ ছড়িয়ে পড়ে ৩০টি জেলায়। গতকাল সন্ধ্যায় আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কক্সবাজার, ভোলা এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও বিস্তার লাভ করতে পারে। আগের দিন মৃদু তাপপ্রবাহ ছিল টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙামাটি ও ফেনী জেলায়। তবে ১৭ মের পর সারা দেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

 আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সর্বশেষ খবর