বুধবার, ১৫ মে, ২০২৪ ০০:০০ টা

এনামুল হক শামীমের মায়ের মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

সাবেক পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীমের রত্নগর্ভা মা বেগম আশ্রাফুন্নেছার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাদ জোহর নিজ বাড়ি সখিপুরের চরভাগা পাইকবাড়ি জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি নড়িয়া ও সখিপুরের বিভিন্ন মসজিদ ও এতিম খানায় মিলাদের আয়োজন করা হয়েছে। রত্নগর্ভা মা আশরাফুন্নেসার বড় ছেলে এনামুল হক শামীম সাবেক পানিসম্পদ উপমন্ত্রী, মেজ ছেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আমিনুল হক স্বপন, ছোট ছেলে হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আশ্রাফুল হক সিয়াম ও মেয়ে বেসরকারি ব্যাংকে ঊর্ধ্বতন কর্মকর্তা শামীম আরা কাকলী।

সর্বশেষ খবর