সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

ব্রিটেনের তৈরি গ্রেনেড নিয়ে খেলছিল শিশুরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুন্ডের সৈয়দপুর ইউনিয়নের মহানগর এলাকা থেকে ব্রিটেনের তৈরি একটি পুরনো গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে গ্রেনেডটি উদ্ধার করা হয়। পরে বোম ডিসপোজাল ইউনিট গিয়ে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে। সীতাকুন্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, মহানগর এলাকায় একটি পুকুর খনন করতে গিয়ে গ্রেনেডটি মাটির সঙ্গে উঠে আসে। শিশুরা সেটি পেয়ে খেলতে শুরু করে। স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে ৯৯৯ নম্বরে কল দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দেখা গেছে গ্রেনেডটি অনেক পুরনো।

গায়ে লেখা দেখে গ্রেনেডটি ব্রিটেনের তৈরি বলে নিশ্চিত হয় পুলিশ। পরে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা গিয়ে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।

 

সর্বশেষ খবর