মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ০০:০০ টা

সোনা ছিনতাইকারী এসআই ও তার সহযোগী এক দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে প্রবাসীর কাছ থেকে ১৬ ভরি সোনা ছিনতাইয়ের মামলায় গ্রেফতার পুলিশের এসআই (বরখাস্ত) আমিনুল ইসলাম ও তার সহযোগী শহীদুল ইসলাম জাহেদকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম সিএমপির খুলশী থানার এসআই পদে কর্মরত ছিলেন এবং শহীদুল ইসলাম জাহেদ তার সোর্স। জাহেদ নগরীর বাকলিয়া থানার কেবি আমান আলী রোডের বাসিন্দা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন বলেন, প্রবাসী আবদুল খালেকের ১৬ ভরি সোনা ছিনতাইয়ের মামলায় গ্রেফতার বরখাস্তকৃত এসআই আমিনুল ইসলাম ও তার সহযোগী শহীদুল ইসলাম জাহেদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, সৌদি প্রবাসী আবদুল খালেক শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে টাইগার পাস এলাকায় তার গতিরোধ করে এসআই আমিনুল ইসলাম ও তার দুই সহযোগীকে নিয়ে আবদুল খালেকের কাছ থেকে ১৬ ভরি সোনা ছিনিয়ে নেন। পুলিশ ঘটনাস্থল থেকে এসআই আমিনুল ইসলাম ও তার সহযোগীকে গ্রেফতার করে এবং আরেক সহযোগী পালিয়ে যান।

সর্বশেষ খবর