বুধবার, ২২ মে, ২০২৪ ০০:০০ টা

সাভার টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রতিদিন ডেস্ক

সাভারের আশুলিয়া এবং গাজীপুরের টঙ্গীতে বেতন-ভাতা ও কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। এ সময় ১০ জন আহত হয় বলে জানান শ্রমিকরা। সাভার প্রতিনিধি জানান, গতকাল সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইথিক্যাল গার্মেন্টস লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। ফারজানা নামে এক শ্রমিক জানান, এপ্রিল মাসের বেতন গত ১০ মে দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। পরে ১৫ মে পরিশোধ করা হবে বলে জানানো হয়। এই তারিখেও বেতন দেয়নি কর্তৃপক্ষ। এ সময় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে ১৬ মে সাধারণ ছুটি ঘোষণা করে ২১ মে বেতন পরিশোধের নতুন তারিখ নির্ধারণ করা হয়। এ দিনও বেতন পরিশোধ না করে কারখানা বন্ধের নোটিস ঝুলানো হয়। তোফায়েল ইসলাম নামে এক শ্রমিক বলেন, বেতনের টাকায় সংসার চলে, ছেলেমেয়েদের লেখাপড়া চলে। স্কুলের বেতন, টিউশন ফি সময়মতো দিতে পারি না। ছেলেমেয়েরাও অপমান বোধ করে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ পুলিশ সুপার সরোয়ার আলাম বলেন, তিন দিন ধরে শ্রমিকরা কাজ বন্ধ রেখেছিল। তারা কার্ড পাঞ্চ করে চলে যেত। শ্রমিকদের কথা হলো তারা বেতন পেলে কাজ করবে। আজ (গতকাল) বেতন দেওয়ার কথা ছিল। কর্তৃপক্ষ বুঝতে পেরেছে আজও তারা বেতন দিতে পারবে না। তাই নির্বাচনের কথা বলে কারখানা বন্ধের নোটিস দেয়।  টঙ্গী প্রতিনিধি জানান, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার শ্রমিকরা বিক্ষোভে অংশ নেন।  একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে ঢাকামুখী সব যানচলাচল বন্ধ হয়ে যায়। শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী বলেন, গত এপ্রিল মাসের বকেয়া বেতন নিয়ে শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। বেতন ভাতা না দিয়ে কারখানায় বন্ধের নোটিস দেখে শ্রমিকরা আন্দোলনে নামেন। আমরা কারখানার মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

সর্বশেষ খবর