রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা
সেমিনারে বক্তারা

মসজিদগুলো উন্নয়ন ও সম্প্রীতির বাতিঘর হতে পারে

নিজস্ব প্রতিবেদক

বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র আয়োজিত সেমিনার বক্তারা বলেছেন, মসজিদগুলো সমাজে শিক্ষা, উন্নয়ন ও সম্প্রীতির বাতিঘরের ভূমিকা পালন করতে পারে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে মসসিদ সমাজে সর্বজনীন শিক্ষার আলো বিতরণ, জাকাত ব্যবস্থার মাধ্যমে দারিদ্র্র্য দূরিকরণ, পবিত্রতা ও পরিচ্ছন্নতার চেতনা জাগ্রত করে জনস্বাস্থ্যের উন্নয়ন, সর্বোপরি সমাজের সর্বত্র ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বাতাবরণ তৈরিতে মসজিদসমূহ এবং সম্মানিত ইমামরা অবদান রাখতে পারেন। গতকাল রাজধানীর ফার্মগেটে গবেষণা কেন্দ্রে ‘মসজিদ ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন : বায়তুশ শরফের প্রতিষ্ঠাতা শাহ মাওলানা মীর মুহাম্মদ আখতর (রহ.)-এর মিশন’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর সভাপতিত্বে ও গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ ঈসা শাহেদীর পরিচালনায় বক্তব্য রাখেন ড. এম শমশের আলী, আমান উল্লাহ খান, ড. মাহফুজুর রহমান, আবদুল মালেক মোল্লা, প্রকৌশলী মোহাম্মদ নূরুল হুদা ও মাওলানা জাফর আহমদ।

বক্তারা বলেন, আমাদের দেশের মসজিদগুলো এখনো শিশুকিশোর থেকে শুরু করে বয়স্কদের শিক্ষায়তন হিসেবে সমাজে শিক্ষা ও জ্ঞানচর্চা এবং সুন্দর জীবনবোধ ও সুকীর্তির আলো বিকিরণ করতে পারে। তবে এর জন্য সুষ্ঠু চিন্তাভাবনা, পরিকল্পনা ও উদ্যোগের প্রয়োজন।

সর্বশেষ খবর