মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ০০:০০ টা

টিসিবির জন্য কেনা হচ্ছে ৩৬৩ কোটি টাকার তেল-ডাল

নিজস্ব প্রতিবেদক

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর জন্য ৩৬২ কোটি ৯২ লাখ ৫৫ হাজার টাকার সয়াবিন তেল, পামঅয়েল ও মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৭৫ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকার সয়াবিন তেল, ১৮৫ কোটি ৯০ লাখ টাকার পামঅয়েল এবং ১০১ কোটি ৩০ লাখ টাকার মসুর ডাল কেনা হবে। গতকাল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের তিনটি প্রস্তাব টেবিলে উত্থাপন করা হলে তিনটি প্রস্তাবেরই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ৭৫ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৫১ টাকা ৪৫ পয়সা। আগের মূল্য ছিল ১৫২ টাকা ৪৫ পয়সা। দরদাতা সোনারগাঁও সিক্সক্রাসিং মিলস লিমিটেড।

বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবে টিসিবির জন্য ১ কোটি ৩০ লাখ লিটার পরিশোধিত পামঅয়েল কেনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। প্রতি লিটারের দাম পড়বে ১৪৩ টাকা। এতে ব্যয় হবে ১৮৫ কোটি ৯০ লাখ টাকা দরদাতা প্রতিষ্ঠান ঢাকার সুংসিং এডিবেল অয়েল লিমিটেড।

অন্যদিকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরের জন্য মরক্কো থেকে ২১০ কোটি টাকা ব্যয়ে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২১০ কোটি ১০ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের মূল্য পড়বে ৪৭৭ দশমিক ৫০ মার্কিন ডলার। এর আগের মূল্য ছিল ৫৪৭ দশমিক ৫০ মার্কিন ডলার।

অন্যদিকে বাংলাদেশ ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্পের অপারেশন সাপোর্টের ব্যয় আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে এ প্রকল্পের ব্যয় তিন দফায় বাড়ল। তিন দফায় ব্যয় বেড়েছে ১৭০ কোটি টাকার বেশি বা ৫ দশমিক ১৯ শতাংশ। তৃতীয় দফায় প্রকল্পটির ব্যয় ৪৫ কোটি ৩৭ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে কমিটি। এর মাধ্যমে প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫১২ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৯৭০ টাকা।

এদিকে বঙ্গবন্ধু সেতুর সার্ভিস লাইফটাইম চলে যাওয়ায় পট বিয়ারিং এবং শক ট্রান্সমিশন ডিভাইস/সিসমিক ডিভাইস প্রতিস্থাপন করতে ঠিকাদার নিয়োগ দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১২৮ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ২৭৪ টাকা।

সর্বশেষ খবর