মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ০০:০০ টা

মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে খুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরা এলাকায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে খুন করা হয়েছে। নিহতের নাম উমেশ চন্দ্র সরকার (৬৫)। গতকাল সকালে স্টাফ কোয়ার্টার সংলগ্ন দেইল্লা এলাকায় এ খুনের ঘটনা ঘটে। ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার জানান, মোবাইল কেনার টাকা না দেওয়ায় বিষ্ণু সরকার তার বাবা উমেশের বুকে ছুরিকাঘাতে হত্যা করে। ঘটনার পর থেকে বিষ্ণু পলাতক। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার সকালে বিষ্ণু সরকার মোবাইল ফোন কেনার জন্য তার বাবার কাছে ১০ হাজার টাকা দাবি করে। এ সময় টাকা দিতে অস্বীকার করায় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিষ্ণু তার বাবার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। খবর পেয়ে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উমেশকে মৃত ঘোষণা করেন। তারা আরও জানায়, বিষ্ণু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

সর্বশেষ খবর