শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনের খবর

স্বতঃপ্রণোদিত হয়ে মানবাধিকার কমিশনের অভিযোগ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রতিদিন-এ ‘সড়কে পড়ে ছিল নারীর লাশ, পাশে দুই বছরের শিশু’ শিরোনামে প্রকাশিত সংবাদের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। অভিযোগের পরিপ্রেক্ষিতে খবরে বর্ণিত ভুক্তভোগীর পরিচয় দ্রুত শনাক্ত করে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে নেত্রকোনার পুলিশ সুপারকে বলা হয়েছে। এ ছাড়া অভিযোগে বর্ণিত শিশুটির পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তার সুচিকিৎসা নিশ্চিত করা ও তাকে সমাজসেবা অধিদফতরের ছোটমণি নিবাসে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালককে বলা হয়েছে। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য ২৫ জুন তারিখ ধার্য করেছে কমিশন। গতকাল মানবাধিকার কমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ মে বাংলাদেশ প্রতিদিনে ‘সড়কে পড়ে ছিল নারীর লাশ, পাশে দুই বছরের শিশু’ শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রতিবেদনটি জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে। এ বিষয়ে কমিশন স্বতঃপ্রণোদিত অভিযোগ গ্রহণ করেছে। অভিযোগের বিষয়ে নেত্রকোনার পূর্বধলা থানায় যোগাযোগ করা হলে জানা যায়, এখন পর্যন্ত অভিযোগে বর্ণিত ভুক্তভোগীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো মামলা দায়েরও হয়নি। তবে ভুক্তভোগীর পাশে পাওয়া আহত আনুমানিক আড়াই বছর বয়সী শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে নেত্রকোনা পুলিশ সুপারকে ভুক্তভোগীর পরিচয় দ্রুত শনাক্ত করে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালককে শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাকে ছোটমণি নিবাসে রাখার ব্যবস্থা করে কমিশনকে অবহিত করতে বলা হয়েছে।

সর্বশেষ খবর