শিরোনাম
শনিবার, ১ জুন, ২০২৪ ০০:০০ টা
গাজীপুর আইনজীবী সমিতি

সভাপতি রফিক, সম্পাদক সিরাজুল ইসলাম

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৪-২৫) বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত রফিক উদ্দিন আহমেদ সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২২টি পদের মধ্যে সভাপতিসহ ১০টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিতরা এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত সাধারণ সম্পাদকসহ ১২ পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গাজীপুর জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে গতকাল দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আছলাম হোসেন ফলাফল ঘোষণা করেন।

সর্বশেষ খবর