শিরোনাম
শনিবার, ১ জুন, ২০২৪ ০০:০০ টা
অবৈধ সম্পদ

যুবলীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবলীগের নেতা শামীম আল মামুনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি ২০২২ সাল থেকে তার বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও মাদক বিক্রিসহ অবৈধ বিভিন্ন উৎস থেকে অর্জিত সম্পত্তির খোঁজে তদন্ত শুরু করে। বৃহস্পতিবার দুদকের টাঙ্গাইল জেলা কার্যালয়ে মামলাটি করেন সংস্থাটির উপসহকারী পরিচালক রবিউল ইসলাম।  দুদক সূত্র জানায়, ২০২২ সালে জেলা দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান যুবলীগ নেতা শামীম, তার স্ত্রী আঁখি আক্তার, ছেলে ওয়াফী আল আইয়ান ও মেয়ে শাইরা শামীম রাফার নামে কী পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি রয়েছে, তার তথ্য চেয়ে চিঠি পাঠান। প্রায় দুই বছর অনুসন্ধান শেষে দুদক কর্মকর্তারা শামীম আল মামুনের নামে ৮১ লাখ ৮৯ হাজার ৬৯৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পান। এসবের মধ্যে তিনি ২৩ লাখ ৪৬ হাজার ৮৮৯ টাকার সম্পদের কোনো উৎস দেখাতে পারেননি।

জানা যায়, শামীম আল মামুন ১৯৯৫ সালে ছাত্রলীগে যোগ দেন। ২০০৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শামীম আল মামুন হয়ে যান সাবেক এমপি একাব্বর হোসেনের এপিএস।

এরপর থেকে তার বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকাে র অভিযোগ ওঠে।

সর্বশেষ খবর