সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

পানির দাম ১০ শতাংশ বাড়ানো অযৌক্তিক : ক্যাব

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ওয়াসার পানির দাম ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তকে অন্যায়, অযৌক্তিক ও ভোক্তা স্বার্থবিরোধী মন্তব্য করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বেসরকারি সংস্থা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গতকাল এক বিবৃতিতে সংস্থাটি দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছে, দ্রব্যমূল্যের ঊর্ধŸগতি ও ঊর্ধŸমুখী মূল্যস্ফীতি এমনিতেই জনজীবনকে আর্থিকভাবে দারুণ চাপে ফেলেছে, মানুষ ভীষণ কষ্টে আছে। মূল্য সমন্বয়ের নামে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হয়েছে। একই কায়দায় ঢাকা ওয়াসাও ১ জুলাই থেকে পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্ধিত পানির দাম বহাল থাকলে জনমানুষের জীবনে দারুণতর আর্থিক কষ্টের বোঝা চাপিয়ে দেওয়া হবে। দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা রোধ করলে পানির মূল্য বৃদ্ধি করা লাগবে না বলে মনে করে ক্যাব।

বিবৃতিতে আরও বলা হয়, ইতোপূর্বে উচ্চ আদালতে ক্যাবের দায়ের করা এক রিটের মাধ্যমে আদালত বিধি প্রণয়ন না করে পানির মূল্য নির্ধারণ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারি করেছেন। বিধি প্রণয়ন ছাড়াই পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত তাই অন্যায্য ও অযৌক্তিক।

সর্বশেষ খবর