সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

এবারের বাজেট বৈষম্য আরও বাড়াবে : সিপিবি

নিজস্ব প্রতিবেদক

আসন্ন বাজেটকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা বলেছেন, স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশে আয় বৈষম্যের সূচক ক্রমাগত বেড়েছে। কেউ থাকেন গাছতলায় আর কেউ থাকেন আকাশচুম্বি অট্টালিকায়। এবারের বাজেট সর্বমুখী বৈষম্য বৃদ্ধির ধারাকে আরও বেগবান করবে।

গতকাল রাজধানীর মুক্তিভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. এম এম আকাশ। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর