বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ ০০:০০ টা

জয় বাংলা ম্যারাথনে অংশ নেবেন সাড়ে ৩ হাজার দৌড়বিদ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিলে ‘জয় বাংলা ম্যারাথন’ অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। এ দিন ভোর ৫টায় হাফ ম্যারাথন অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩ হাজার ৫০০ দৌড়বিদ এতে অংশ নেবেন। বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হবে।

গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের সভাপতি এবং পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। এ সময় এই আয়োজনের জার্সি উন্মোচন করা হয়। বনজ কুমার জানান, হাফ ম্যারাথন প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতে মোট ৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণের কথা থাকলেও ভালো মানের সেবা দেওয়ার লক্ষ্যে অংশগ্রহণকারীর সংখ্যা ৩ হাজার ৫০০-তে সীমিত রাখা হয়েছে। প্রতিযোগীদের ৩ ঘণ্টা ৪০ মিনিটের মধ্যে ২১ দশমিক ৯৫ কিলোমিটির পথ পাড়ি দিতে হবে। দৌড় শুরু হবে হাতিরঝিলের মেরুল বাড্ডা পয়েন্টে এবং সমাপ্ত হবে হাতিরঝিলের এম্ফিথিয়েটারের সামনে। প্রতিযোগীদের ওয়ার্মআপ সেশন চলবে ভোর ৪টা ৩০ থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত এবং লাইন আপ হবে ভোর ৪টা ৪৬ মিনিটে। দৌড় শুরু হবে ভোর ৫টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি। বিশেষ অতিথি থাকবেন উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সভাপতিত্ব করবেন বনজ কুমার মজুমদার এবং অনুষ্ঠান পরিচালনা করবেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

সর্বশেষ খবর