রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও, বুলেটপ্রুপ জ্যাকেট উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের এই বাড়িটির মালিক আটপাড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের ডুয়েটের সাবেক প্রফেসর মো. আবদুল মান্নান। গত তিন বছর ধরে এই বাড়িতে কেউ আসা-যাওয়া করেন না। ভিতর থেকেই বন্ধ রাখা হয় বলে জানায় স্থানীয়রা। তবে ভিতর থেকে মাঝে-মধ্যে কেউ কেউ বের হতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।  পুলিশ জানায়, বাড়িটি বেশ কিছুদিন ধরে সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ গোয়েন্দা নজরদারিতে রাখে। তবে বাড়ির ভিতর একটি পুকুর রয়েছে। ওই পুকুরের মাছ কেউ ধরে বা বিক্রি করে কিনা এগুলোও কেউ কখনো দেখেনি। নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানিয়েছেন, অভিযানে একটি বিদেশি পিস্তলসহ ১৭ রাউন্ড গুলি পেয়েছে। ভিতরে বুলেটপ্রুপ সরঞ্জাম থাকায় এন্টি টেরোরিজম ইউনিটকে খবর দেওয়া হয়। সন্ধ্যার আগে এন্টিটেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডি আই জি আসাদুল্লাহ চৌধুরী ভেতরে প্রবেশ করেন। পরে তিনি এসে সাংবাদিকদের জানান, তারা একটি সাউন্ড প্রুপ কক্ষ, বুলেটপ্রুফ জ্যাকেট, হ্যান্ডকাফসহ নানা জিহাদি বই ও প্রশিক্ষণ সরঞ্জাম পেয়েছেন। একটি ব্যায়ামাগার রয়েছে। খেলনা একে ফোরটি সেভেনসহ বিভিন্ন খেলনা পিস্তল আছে।  সব কিছু বিবেচনায় নিয়ে বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। সে পর্যন্ত বাড়িটি শুধু ঘিরেই রাখা হবে বলেও জানান তারা। নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ ছাড়া বাড়ির মালিককে ঢাকা থেকে আসতে বলা হয়েছে।  গতকাল রাত ৮ টা পর্যন্ত বাড়ির চারপাশ পুলিশবেষ্টিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর