শিরোনাম
রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

বাজেটে দুর্নীতি প্রশ্রয় পাবে

- মাওলানা ইউসুফ আশরাফ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, ঘোষিত বাজেটে কালো টাকা সাদা করার ফলে দেশে চুরি-ডাকাতি বেড়ে যাবে ও দুর্নীতি প্রশ্রয় পাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বেকারত্ব দূরীকরণে ঘোষিত বাজেটে কোনো সমাধান নেই। এ বাজেট গতানুগতিক ও লুটপাটের।  গতকাল রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন। দলের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতি সাঈদ নুর, মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ। বৈঠকে আগামী ২৭ জুন ঢাকায় জাতীয় উলামা সম্মেলন করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে বিশ্ব মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ ভূমিকা এবং ইসরায়েলের পণ্য বয়কট করার আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর