রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

সীমান্তে বিএসএফের হাতে ৪.৪৩ কেজি সোনা জব্দ

কলকাতা প্রতিনিধি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ৩ কোটি ২৪ লাখ রুপি মূল্যের ৪.৪৩ কেজি ওজনের সোনা জব্দ করেছে।

পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় সীমান্তচৌকি খাজিবাগান এলাকায় বিপুল পরিমাণ এ সোনা উদ্ধার করা হয়। বিএসএফের ডিআইজি এ কে আর্য জানান, খাজিবাগানের পিয়ারবাবা এলাকায় জওয়ানরা শুক্রবার অভিযান চালায়। এ সময় বিএসএফ জওয়ানরা সাত-আট জনের একদল চোরাকারবারির গতিবিধি লক্ষ্য করেন। এদের মধ্যে দুজন চোরাকারবারি সোনার একটি চালান সংগ্রহ করতে আন্তর্জাতিক সীমান্তের কাছে পৌঁছানোর চেষ্টা করে। বিএসএফ দলকে দেখে চোরাকারবারি উভয়ই হতচকিত হয়ে পড়ে এবং তৎক্ষণাৎ চালান সংগ্রহ না করে ঘন জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে এলাকায় তল্লাশি চালিয়ে দুটি প্যাকেটের সন্ধান পান জওয়ানরা। ওই প্যাকেট খুললে তার ভিতর থেকে ২২টি সোনার বার উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর