শিরোনাম
রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

ঋণের বোঝা বৃদ্ধির বাজেট : খেলাফত

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত বাজেটকে ঋণনির্ভর ও জাতীয় ঋণের বোঝা বৃদ্ধির বাজেট হিসেবে চিহ্নিত করছে খেলাফত মজলিস। গতকাল এক বিবৃতিতে খেলাফত আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়। ঋণনির্ভর ও বিশাল ঘাটতি বাজেটে সাধারণ জনগণের কোনো ফায়দা হবে না। এই বাজেট গণবিরোধী। বাজেট ঘাটতি মেটাতে দেশ-বিদেশ থেকে চড়া সুদে ঋণ নিতে হবে সরকারকে। বিশেষ করে দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সরকার ১ লাখ ৬০ হাজার ৯০০ কোটি টাকা ঋণ নেবে। এতে দেশের বিনিয়োগ বাধাগ্রস্ত হবে।

তারা আরও বলেন, বাজেট ব্যয়ের বিশাল অংশ খরচ হবে ঋণের সুদ পরিশোধে। বাজেট ব্যয়ের বৃহত্তম খাত হচ্ছে সুদ পরিশোধ। পরিচালন ব্যয় ও সুদ পরিশোধের মতো অনুন্নয়ন খাতেই ব্যয় হবে বাজেটের অধিকাংশ অর্থ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর