মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা

বিমান ভাড়া বেশি হওয়ায় হজে খরচ কমানো সম্ভব হচ্ছে না : হাব

নিজস্ব প্রতিবেদক

বেশি বিমান ভাড়ার কারণে হজে খরচ কমানো সম্ভব হচ্ছে না বলে দাবি করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, স্বতন্ত্র টেকনিক্যাল কমিটির মাধ্যমে হজযাত্রীদের প্লেন ভাড়া ঠিক করলে ভাড়া কমে আসত। আগামীতে স্বতন্ত্র কমিটির মাধ্যমে বিমান ভাড়া নির্ধারণ করার দাবি জানাচ্ছি। গতকাল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ ব্যবস্থাপনার সর্বশেষ তথ্য জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে হাব। সেখানে এ দাবি জানান তিনি। বিমান ভাড়া বেশির ব্যাখ্যা করে হাব সভাপতি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস হজযাত্রী পরিবহন করে। কিন্তু হজযাত্রী পরিবহন ভাড়া আশপাশের দেশ থেকে অনেক বেশি। এ ভাড়া কমানোর জন্য অ্যাভিয়েশন বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বতন্ত্র টেকনিক্যাল কমিটি করা জরুরি।

এতে হজযাত্রীদের ওপর চাপ কমবে। দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসছি। আগামীতে এই দাবির প্রতি সরকার নজর দেবে এমন প্রত্যাশা করি। হাব সভাপতি বলেন, হজ এজেন্সির লাইসেন্স দিয়ে থাকে ধর্ম মন্ত্রণালয়। এ লাইন্সেস প্রদানের ক্ষেত্রে হাবের কোনো ভূমিকা থাকে না। মন্ত্রণালয় যাকে লাইসেন্স দেয় হাব সেই লাইসেন্সধারী এজেন্সিকে সদস্য করতে বাধ্য।

সর্বশেষ খবর