শিরোনাম
বুধবার, ১২ জুন, ২০২৪ ০০:০০ টা

কেরানীগঞ্জে রাজউকের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

কেরানীগঞ্জের ওয়াশপুর এলাকায় গতকাল নির্মাণাধীন অবৈধ ভবন উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় ওয়াশপুর গার্ডেন সিটি এলাকায় চারটি নির্মাণাধীন ভবনের আংশিক অপসারণসহ কাজ বন্ধ করে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান বলেন, রাজউকের আওতাধীন এলাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউকের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কেরানীগঞ্জের ওয়াশপুর গার্ডেন সিটি এলাকায় রাজউকের অনুমোদন না নিয়ে নগর ইউনিয়ন পরিষদের অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করা হচ্ছিল। তাই রাজউক অভিযান চালিয়ে চারটি নির্মাণাধীন ভবনের আংশিক অপসারণসহ কাজ বন্ধ করে দেয়। ভবনের মালিক নির্মাণকাজ বন্ধ রাখবেন ও রাজউকের অনুমোদন নিয়ে পুনরায় নির্মাণকাজ শুরু করবেন বলে মুচলেকা দিয়েছেন। মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জোন-৫ এর পরিচালক মো. হামিদুল হক, অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড অফিসার মো. মেহেদী হাসান, প্রধান ইমারত পরিদর্শক মো. সাব্বির আহমেদ, ইমারত পরিদর্শক আবদুল সাত্তার, তুহিন রেজাসহ রাজউকের অন্য কর্মকর্তারা।

সর্বশেষ খবর