বুধবার, ১২ জুন, ২০২৪ ০০:০০ টা

এডিস মশা ঠেকাতে ডিএনসিসির কারিগরি কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক

এডিস মশার বিস্তাররোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশক নিয়ন্ত্রণ কারিগরি কমিটির দ্বিতীয় সভা হয়েছে। গতকাল গুলশানে ডিএনসিসির নগর ভবনে সম্মেলন কক্ষে এ সভা হয়। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এর অধ্যাপক ড. গোলাম ছারোয়ার। এ ছাড়া মশক নিয়ন্ত্রণে গঠিত কারিগরি কমিটির অন্যান্য প্রতিনিধি সভায় অংশ নেন।

সভায় ডিএনসিসির ব্যবহৃত বিভিন্ন কীটনাশকের কার্যকারিতা এবং সঠিক প্রয়োগ নীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মশক কর্মীদের দিয়ে নোভালিউরন লার্ভিসাইডের বিতরণ এবং ওভার দ্য কাউন্টার ড্রাগ হিসেবে নোভালিউরন বিতরণ বিষয়ে আলোচনা করা হয়। জৈবিক কীটনাশক বিটিআই-এর প্রয়োগ-সংক্রান্ত বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সর্বশেষ খবর