বুধবার, ১২ জুন, ২০২৪ ০০:০০ টা

মূসক আরোপ রহিত চায় টোয়াব

নিজস্ব প্রতিবেদক

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সেবার ওপর বাড়তি মূসক (মূল্য সংযোজন কর) আরোপের প্রস্তাব রহিত করার দাবি জানিয়েছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। টোয়াব প্রেসিডেন্ট এবং এফবিসিসিআইয়ের ট্রাভেল, ট্যুর অ্যান্ড হসপিটালিটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. রাফেউজ্জামান বলেন, ট্যুর অপারেটররা বিভিন্ন খাত থেকে পর্যটন উপাদান সংগ্রহ করে পর্যটকদের সুবিধা ও আরামদায়ক ভ্রমণের জন্য যে প্যাকেজ তৈরি করে, তার মধ্যেই মূসক অন্তর্ভুক্ত থাকে। যেমন হোটেলের রুম ভাড়া, টিকিট কেনা, রেস্টুরেন্টে খাবারের বিল, বিভিন্ন পর্যটন আকর্ষণীয় স্থাপনা ও অ্যামিউজমেন্ট পার্কের টিকিট কেনার সময় মূসক দিয়ে থাকে। এমনকি অন্যান্য পর্যটন সেবার ক্ষেত্রেও তা প্রযোজ্য। বাড়তি মূসক আরোপ করা হলে তা দারুণভাবে বাধাগ্রস্ত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর