শিরোনাম
বুধবার, ১২ জুন, ২০২৪ ০০:০০ টা

বেতন বোনাস পরিশোধের দাবি

নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটির আগেই শ্রমিকদের চলতি মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধসহ ঈদযাত্রা নির্বিঘ্ন করার দাবি জানিয়েছেন রিহ্যাব সহসভাপতি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে অর্ধেক বেতন দিয়ে শ্রমিকের ঈদ উদযাপন করা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব শ্রমিকের পুরো মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করতে হবে। গতকাল রাজধানীর কলাবাগানে এম এ আউয়ালের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় এ কথা বলেন সাবেক এ সংসদ সদস্য।

এম এ আউয়াল জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ব্যয় কমানোর দাবি জানান। তিনি বলেন, পৃথিবীর কোথাও এত নিবন্ধন ব্যয় নেই। মধ্যবিত্তদের ফ্ল্যাট ক্রয়ে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংক সিঙ্গেল ডিজিট সুদে ক্রেতাসাধারণকে হোম লোনের ব্যবস্থা করতে হবে। নির্মাণসামগ্রীর দাম কমানোর জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর