শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা

বিমানের টিকিট না পাওয়ার অভিযোগ সত্য নয় : ফারুক খান

নিজস্ব প্রতিবেদক

সিট ফাঁকা থাকলেও বাংলাদেশ বিমানের টিকিট পাওয়া যায় না; সিট ফাঁকা রেখেই বিমান উড্ডয়ন করে- এমন অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। গতকাল জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ফারুক খান বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট যাত্রীরা বিমানের নিজস্ব ওয়েবসাইট, জিডিএস, মোবাইল অ্যাপ, কল সেন্টার এবং বিমানের নিজস্ব বিক্রয় কেন্দ্র ছাড়াও যে কোনো অনুমোদিত দেশি-বিদেশি ট্রাভেল এজেন্ট থেকে ক্রয় করতে পারেন। আসন খালি থাকা সত্ত্বেও টিকিট না পাওয়ার বিষয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের বিরুদ্ধে একটা ঢালাও অভিযোগ। ফরিদা ইয়াসমিন এমপির এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, ২০০৬ সাল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে। এ রুটে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। তবে এ জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) নির্ধারিত মানদন্ড অনুযায়ী ক্যাটাগরি-১ এ উন্নীত হতে হবে। সেই লক্ষ্যে ইতোমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সব ধরনের প্রস্তুতি নিয়েছে। বর্তমানে বেবিচক আগামী অক্টোবরে আসন্ন আইসিএও অডিটের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এফএএ অডিটের জন্য প্রস্তুত রয়েছে। এফএএ অডিটে উত্তীর্ণ হওয়ার পর আরও কয়েকটি      ধাপ রয়েছে।

সর্বশেষ খবর