শিরোনাম
শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অবস্থান সংহত করতে মাঠে ‘রাইজিং আপ নিউইয়র্ক’

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

সিটি, স্টেট, ফেডারেল প্রশাসনে বাংলাদেশি আমেরিকানদের অবস্থান সংহত করতে মাঠে নেমেছে ‘রাইজিং আপ নিউইয়র্ক’ নামের একটি সংগঠন। তারা বলেছে, প্রতিটি বাংলাদেশিকে ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে হবে, তাদের প্রতিটি নির্বাচনি ক্যাম্পেইনেও সক্রিয় থাকতে হবে। তাহলেই গুরুত্ব বাড়বে কমিউনিটি হিসেবে। এ সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শামসুল হক বলেন, আজ থেকে ৫/১০ বছর পর আমাদের সন্তানেরা সিটি, স্টেট, ফেডারেল পর্যায়ের বিভিন্ন আসনে নির্বাচন করবে। এতে সাফল্য অর্জনের লক্ষ্যে আমাদের ভোটার সংখ্যা বাড়াতে হবে। তিনি উল্লেখ করেন, স্বপ্ন পূরণের ক্ষেত্রে মূলধারায় জোরালোভাবে সম্পৃক্ততার বিকল্প নেই। এক্ষেত্রে সবাইকে ‘বাংলাদেশি’ হিসেবে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যা সিটির প্রধান খাতগুলোতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও সরকারের উচ্চতর পর্যায়ে আমাদের প্রতিনিধিত্বের অভাব রয়েছে। এমন পরিস্থিতির অবসান ঘটাতে হবে। তিনি বলেন, ভোটার নিবন্ধন ও ভোটে অংশগ্রহণ করা শুধু আমাদের অধিকারই না, এগুলো আমাদের কমিউনিটির ভবিষ্যৎ উন্নত করার শক্তিশালী হাতিয়ার। আসুন সবাই একসঙ্গে এগিয়ে আসি, বিপুলসংখ্যায় ভোটার নিবন্ধন করি এবং ব্যালট যুদ্ধে আমাদের উপস্থিতির জানান দেই। এর মাধ্যমেই আমরা নিউইয়র্ক শহরে এবং এর বাইরে আরও সফল ও উন্নত একটা বাংলাদেশি-আমেরিকান সমাজ গড়তে পারব।

সর্বশেষ খবর