শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

পশুর চামড়া সিন্ডিকেট হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক

গরু-ছাগলের চামড়ার অবমূল্যায়নের পেছনে দেশি-বিদেশি মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটকে দোষারোপ করেছে কওমি মাদরাসা শিক্ষক পরিষদ। সংগঠনটি বলছে, দেশে চামড়াজাত পণ্যের দামের তুলনায় চামড়ার দাম একেবারেই নগন্য। আমাদের দাবি পশুর চামড়ার সিন্ডিকেটের মূল হোতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে চামড়ার প্রসঙ্গটি তুলে ধরেন কওমি শিক্ষকদের সংগঠন কওমি মাদরাসা শিক্ষক পরিষদের সংগঠনের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা)। চামড়ার বিষয়টি ছাড়াও সংগঠনের পক্ষ থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও জাতি ধ্বংসে এনজিওদের অপতৎপরতা বিষয়টি তুলে ধরা হয়। এ সময় মাওলানা জুবায়ের আহমদ, মুফতি ইকবাল, মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর