শিরোনাম
শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

সাংবাদিক সানাউল্লাহ নূরীর মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

আজ ১৫ জুন ভাষাসৈনিক ও প্রখ্যাত সাংবাদিক সানাউল্লাহ নূরীর ২৩তম মৃত্যুবার্ষিকী। ২০০১ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। ১৯৭৯ থেকে ’৯৮ সাল পর্যন্ত দেশ, জনতা ও দিনকালের মতো বিভিন্ন দৈনিকের সম্পাদক ছিলেন। সাংবাদিকতায় অবদানের জন্য তিনি ১৯৮২ সালে একুশে পদকে ভূষিত হন। ১৯৮৮ সালে তিনি ‘বাংলাদেশ কাউন্সিল অব এডিটরস’ গঠন করেন। তাঁর প্রকাশিত ৬০টি গ্রন্থের মধ্যে আন্ধারমানিকের রাজকন্যা, নিঝুমদ্বীপের উপাখ্যান, বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা, নোয়াখালী-ভুলুয়ার ইতিহাস ও সভ্যতা, উপমহাদেশের শতবর্ষের স্বাধীনতার যুদ্ধ বেশ আলোচিত গ্রন্থ। এ ছাড়া আটটি উপন্যাস, সাতটি গল্প ও শিশুতোষ গ্রন্থ, তিনটি ভ্রমণকাহিনি, সাংবাদিকতাবিষয়ক দুটি গ্রন্থ, রাজনৈতিক দুটি গ্রন্থ, কাব্যগ্রন্থ, অনুবাদ ও গবেষণাগ্রন্থ রচনা করেছেন। তিনি ৬০টি দেশ ভ্রমণ করেছিলেন। আজ নোয়াখালী, লক্ষ্মীপুর ও ঢাকায় বিভিন্ন সংগঠন নিজ নিজ অনুষ্ঠানে নিরলস, দক্ষ ও নির্ভীক কলমসৈনিক সানাউল্লাহ নূরীকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সর্বশেষ খবর