শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

রাবিতে মাদকের কারবার মা-ছেলে গ্রেফতার

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গতকাল হেরোইনসহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আঙ্গুরী ও তার ছেলে আশিকুর ক্যাম্পাসে মাদকের কারবারে জড়িত বলে অভিযোগ রযেছে। নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ক্যাম্পাসে হেরোইনসহ তাদের আটক করা হয়। মাদক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। ক্যাম্পাসে মাদক কারবারে আগে থেকেই তারা বিশেষ নজরদারিতে ছিলেন। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ক্যাম্পাস কিংবা বাইরে যারা এই মাদক কারবারে জড়িত তাদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ক্যাম্পাসে আঙ্গুরী ও আশিকুর রিকশা করে যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বিনোদনপুর গেট থেকে তাদের হেরোইনসহ আটক করা হয়। কিছুদিন আগে মাদক মামলায় আঙ্গুরীর স্বামী শানেওয়াজকে গ্রেফতার করে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ। তারা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেললাইনের ধারে ছাত্রসহ বিভিন্ন লোকজনের কাছে মাদক বিক্রি করেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এর আগে ৯ জুন ক্যাম্পাসে মাদক ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগে কয়েকজনকে আটক করে প্রক্টরিয়াল বডি এবং ৭ জুন গাঁজা ও হেরোইনসহ সাকিব নামের এক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ খবর