শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

প্রয়াণ দিবসে কামাল লোহানীকে স্মরণ করল উদীচী

সাংস্কৃতিক প্রতিবেদক

গান, আবৃত্তি ও স্মৃতিচারণের মধ্য দিয়ে ভাষা সংগ্রামী, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, উদীচীর সফল সভাপতি ও সাংবাদিক কামাল লোহানীর পঞ্চম প্রয়াণ দিবস পালন করল উদীচী। ২০২০ সালের ২০ জুন, সবাইকে ছেড়ে চিরবিদায় নেন এই বীর সেনানি। যিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর নিয়াজির আত্মসমর্পণের সংবাদ নিজে লিখে নিজেই পাঠ করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে।

গতকাল সন্ধ্যায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ স্মরণসভার শুরুতে কামাল লোহানীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও নীরবতা পালন করে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান উদীচী কেন্দ্রীয় সংসদের নেতারা। এরপর উদীচীর সহ-সভাপতি শিবানী ভট্টাচার্যের সভাপতিত্বে শুরু হয় স্মরণসভা। এতে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কামাল লোহানীর দুই সন্তান সাগর লোহানী ও বন্যা লোহানী, শংকর সাঁওজাল, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল আলম, প্রবীর সরদার, জামসেদ আনোয়ার তপন প্রমুখ। এর আগে ‘তোমার অসীমে প্রাণমন লয়ে যতদূরে আমি ধাই’ এবং ‘ও আলোর পথযাত্রী’ গান দুটি সম্মেলকভাবে পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সংগীত বিভাগের শিল্পীরা। এ ছাড়া স্মরণসভায় একক সংগীত পরিবেশন করেন হাবিবুল আলম ও সুস্মিতা কীর্ত্তনিয়া। একক আবৃত্তি পরিবেশন করেন উদীচীর বাচিক শিল্পী শিখা সেন গুপ্তা ও আতিকুজ্জামান মির্জা।

সর্বশেষ খবর