শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

বাড়তি ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের আহ্বান পর্যটনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, দেশের পর্যটন খাত দ্রুত এগিয়ে যাচ্ছে। এ খাতে কর্মসংস্থান বাড়ছে। গত বছর আমাদের অভ্যন্তরীণ পর্যটক ছিল ৩ কোটির বেশি। বিদেশি পর্যটক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পর্যটন খাত তথা পার্ক, হোটেল-মোটেলে ভ্যাট-ট্যাক্স বাড়ানোয় এ খাতের অগ্রগতি হ্রাস পেতে পারে। বৃহৎ স্বার্থে এসব খাতে ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার করা প্রয়োজন। গতকাল সংসদ অধিবেশনে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় তিনি এ কথা বলেন।

সর্বশেষ খবর