শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

টিপু-প্রীতি হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আলী হোসাইনের আদালতে টিপুর স্ত্রী ও মামলার বাদী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি সাক্ষ্য দেন। তবে এদিন তাঁর সাক্ষ্য শেষ হয়নি। ১৮ জুলাই সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

গত ২৯ এপ্রিল ৩৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলাসূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ রাতে শাহজাহানপুরের রাস্তায় টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি (১৯) গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার দিন রাতেই শাহজাহানপুর থানায় কাউন্সিলর ডলি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর