রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা

উত্তরাঞ্চলে বৃষ্টি হতে থাকবে, অন্যত্র কমার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

ভারী বৃষ্টি এদিক-সেদিক যাওয়া শুরু করেছে। সাত দিন ধরে উপকূলীয় এলাকা ও সিলেটে ভারী বৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু বিশাল মেঘমালা নিয়ে এবার দেশের উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে। যাওয়ার পথে গতকাল শনিবার টাঙ্গাইলে ভারী বৃষ্টি হয়ে ঝরেছে। রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলেও মাঝারি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদফতর বলছে, আজ দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি কমতে পারে। আর উত্তরাঞ্চলের জেলাগুলোয় বাড়তে পারে। গতকাল দেশের সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে টাঙ্গাইলে, ১০৮ মিলিমিটার। আর দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা উঠেছিল যশোরে, ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্যান্য স্থানেও তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ থেকে ৩৪ ডিগ্রি পর্যন্ত উঠেছিল। বাতাসে আর্দ্রতা ছিল ৭০ থেকে ৮০ শতাংশ। এতে গরমের অস্বস্তি ছিল বেশি। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, শুধু উত্তরাঞ্চলই নয়, রংপুর বিভাগের উজানে তিস্তা ও ব্রহ্মপুত্র অববাহিকায় আগামী কয়েক দিন বৃষ্টি ঝরবে।

সর্বশেষ খবর