সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ পাসের হার ৬২ ভাগ

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফল গতকাল প্রকাশিত হয়েছে। এবার পাসের হার শতকরা ৬২ দশমিক ৫৮ ভাগ। বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আ ফ ম ড. মেজবাহ উদ্দিন জানান, পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিকসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। বাউবির এসএসসি-২০২৪ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৩৩৪০১ জন। এ পরীক্ষায় প্রথম ও দ্বিতীয়বর্ষে ৩১ জন ৮১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় ১২ হাজার ৪৬০ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৭ হাজার ৭৯৭ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে পাঁচজন অ (প্লাস), ৭০৪ জন (অ), ২ হাজার ১৩৮ জন (অ-মাইনাস), ২ হাজার ৭২২ জন (ই), ২ হাজার ১৬১ জন (ঈ) এবং ৬৭ জন (উ) গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৮১৪ জন ছাত্র এবং ২ হাজার ৯৮৩ জন ছাত্রী।

সর্বশেষ খবর