মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা

বিল বকেয়া, চমেক ও রেলের সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও রেলওয়ে পূর্বাঞ্চলের অফিসে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে বিল পরিশোধের আশ্বাস পেয়ে রেলওয়ে পূর্বাঞ্চলে বিদ্যুৎ পুনঃসংযোগ দেওয়া হয়।

গত ১৭ মে পূর্বাঞ্চলের সিআরবি ও পাহাড়তলী অফিসের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছিল। পরে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে বিল পরিশোধের আশ্বাস দিলে ওই দিন বিকালে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। জানা যায়, চমেক এবং হাসপাতাল মিলে গত ছয় মাসের ১ কোটি ২৯ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া আছে। এর মধ্যে কলেজের বকেয়া বিল আছে ৬০ লক্ষাধিক টাকা। তবে হাসপাতালে রোগী থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়নি। অন্যদিকে, ২ কোটি ১২ লাখ টাকা বকেয়া থাকায় রেলওয়ে পূর্বাঞ্চলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পিডিবি। পিডিবির জনংসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আকবর হোসেন বলেন, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় রেলওয়ে ও চমেকের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে বকেয়া পরিশোধের আশ্বাস দেওয়ায় রেলওয়ের বিদ্যুৎ পুনঃসংযোগ দেওয়া হয়। তাছাড়া, বকেয়া পরিশোধের জন্য চমেককে বারবার নোটিশ দেওয়ার পরও বিল দেয়নি। এখনো বিল পরিশোধে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তাগাদা দিয়েও কাজ না হওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় কলেজের একাডেমিক ভবনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পিডিবি। গত অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত বিল পরিশোধ করা হয়েছিল। এর পরের ছয় মাসের বিলের বাজেট না থাকায় আর পরিশোধ করা সম্ভব হয়নি। বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে। বিদ্যুৎ বিভাগকেও অনুরোধ করেছি। আশা করছি দ্রুত সমাধান হবে।

সর্বশেষ খবর