বুধবার, ২৬ জুন, ২০২৪ ০০:০০ টা

শেষ হলো বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন

কলকাতা প্রতিনিধি

কলকাতায় শেষ হলো চার দিনব্যাপী ২০তম আইএসজি বিএসএফ-এরিয়া কমান্ডার বিজিবি স্তরের সীমান্ত সমন্বয় সম্মেলন। ২২ জুন থেকে গতকাল পর্যন্ত অনুষ্ঠিত এই বৈঠক সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছে দুই বাহিনী। ভারত ও বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা বাহিনীর মধ্যে আরও ভালো বোঝাপড়া ও সহযোগিতা বাড়াতে এ সম্মেলনে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে উভয় পক্ষই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

সম্মেলনে ভারতীয় পক্ষের নেতৃত্বে ছিলেন- বিএসএফের আইজি (দক্ষিণবঙ্গ সীমান্ত) আয়ুষ মণি তিওয়ারি এবং বাংলাদেশ পক্ষের নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এসজিপি, এসপিপি, পিবিজিএম, এরিয়া কমান্ডার, দক্ষিণ পশ্চিমাঞ্চল, যশোর। এতে বাংলাদেশের পক্ষ থেকে ১১ সদস্যের এবং ভারতের পক্ষ থেকে ১৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। চার দিনের এ সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে অন্যতম সীমান্ত ব্যবস্থাপনা, আন্তসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ, রিয়েল-টাইম ইন্টেলিজেন্স শেয়ারিং ইত্যাদি।

সর্বশেষ খবর