শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

আমলাদের দিকে আঙুল না তুলে আয়না দেখা দরকার রাজনীতিকদেরও : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি শুধু আমলারা করে রাজনীতিবিদরা করে না সেটা নয়। আমলাদের দিকে আঙুল না তুলে রাজনৈতিক ব্যক্তিদেরও আয়নায় চেহারা দেখা উচিত। রাজনীতিবিদ হয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমাদের মধ্যেও তো দুর্নীতি আছে। গতকাল হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশফেরত যাত্রীদের বিমানবন্দর থেকে যাতায়াত সহজ করতে বিআরটিসির শাটলবাস সার্ভিস উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  ওবায়দুল কাদের বলেন, বিশ্বজুড়েই দুর্নীতি আছে। বাংলাদেশেও দুর্নীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশে দুর্নীতি দমনে দুদক আছে। দুর্নীতি যেই করুক এক্ষেত্রে সরকারের নীতি জিরো টলারেন্স। প্রধানমন্ত্রীর নীতিও জিরো টলারেন্স। দুদকের দুর্নীতির তদন্ত করার অধিকার রয়েছে এবং সরকার তাদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না। দুর্নীতি করে কেউ ছাড় পাবে না। উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর