শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

রেশনের দাম বাড়াল অর্থ বিভাগ

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, এসএসএফসহ ১০ বিভাগের রেশনের দাম ২০ ভাগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১ জুলাই  থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে বলা হয়, প্রাধিকাপ্রাপ্ত ১০টি প্রতিষ্ঠানের জনবলের জন্য সাশ্রয়ী মূল্যে রেশনসামগ্রী বিতরণের ক্ষেত্রে চাল ও গমের দাম পুনর্নির্ধারণ করা হলো। এতে আগামী ১ জুলাই থেকে চাল ও গমের বিক্রয়মূল্য হবে সংশ্লিষ্ট অর্থবছরের চাল ও গমের নির্ধারিত অর্থনৈতিক মূল্যের ২০ শতাংশ। অর্থাৎ এ ১০ বিভাগের কর্মরতদের রেশনসামগ্রী কিনতে নতুন অর্থবছর থেকে ২০ শতাংশ হারে বেশি অর্থের প্রয়োজন হবে।

বিভাগগুলো হলো- সশস্ত্র বাহিনী বিভাগ তথা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা অধিদফতর, দুর্নীতি দমন কমিশন, কারা অধিদফতর, বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নিনির্বাপণ অধিদফতর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সর্বশেষ খবর