শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ভারতের সঙ্গে সব চুক্তি বাতিল, চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন ঢাকা মহানগরী এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, অবিলম্বে ভারতের সঙ্গে দেশবিরোধী ১০ চুক্তি বাতিল করুন। বুকের তাজা রক্ত দিয়ে হলেও বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেলপথ প্রতিহত করব। নগর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারি মাসউদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাসেম প্রমুখ।

, মাওলানা মো. আরিফুল ইসলাম, ডা. মো. শহিদুল ইসলাম, হাসমত আলী, মো. নূরুজ্জামান সরকার, মাওলানা শফিকুল ইসলাম, মুফতি হাফিজুল হক ও ছাত্র নেতা আবদুর রহমান। পরে একটি মিছিল বায়তুল মোকাররম, পল্টন মোড়, বিজয়নগর হয়ে পুনরায় পল্টন মোড়ে এসে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর