শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুই ভাইসহ তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইসিবি চত্বর থেকে পল্লবী কালশী রোডে ট্রাকচাপায় দুজন এবং খিলক্ষেতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ ভ্যান উল্টে আরেকজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনা দুটি ঘটে। জানা গেছে, কালশী রোডে সুমাত্রা ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা সিফাতুর রহমান সাফিন ওরফে রাহুল (২১) মারা যান এবং সঙ্গে থাকা তার ভাই রাফি (১৬) আহত হন। পরে রাফিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এদিকে খিলক্ষেতে পিকআপ ভ্যান উল্টে মারা গেছেন আলফাজ (২৭) নামের আরেকজন। আলফাজের ভাই মাহফুজ হোসেন জানান, আলফাজ থাকতেন মিরপুর ১২ নম্বরে। ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন আলফাজ। রাতে একটি পিকআপ ভ্যানে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গুরুতর আহত হন আলফাজ। তখন স্থানীয়রা তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেন। পরে সেখান থেকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসকরা রাতে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর