শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

বৃষ্টির পানিতে গোসল করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরায় কৃষিজমিতে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতে নেমে আবদুল আহাদ (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র। গতকাল সকাল ১০টায় ডেমরার মুসলিমনগরে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আবদুল আহাদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খোকন মিয়ার ছেলে।

ডেমরার মুসলিমনগর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত সে। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছিল ছোট।

ঢামেকে শিশুটির চাচা আবুল হোসেন জানান, কৃষিজমিতে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতে নেমে আহাদ ডুবে যায়। পরে অন্যান্য শিশুদের মাধ্যমে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর