শিরোনাম
রবিবার, ৩০ জুন, ২০২৪ ০০:০০ টা

ঢাবি আইবিএ পরিচালক হলেন ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

ঢাবি আইবিএ পরিচালক হলেন ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ। উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল তাকে নিয়োগ প্রদান করেন। ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ একজন শিক্ষাবিদ ও সফল উদ্যোক্তা। দেশের ব্যবসা ও শিক্ষা খাতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি। প্রসঙ্গত, ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ গত ৩১ বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক বাজার অর্থনীতির একজন শিক্ষক হিসেবে আইবিএতে অধ্যাপনা করছেন। শিক্ষা, বাণিজ্য ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে পশ্চিমবঙ্গের টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গত বছর সম্মানসূচক ডি লিট ডিগ্রি প্রদান করেছে। মার্কেটিং বিশ্বের জনক প্রফেসর ফিলিপ কটলারের সঙ্গে সহ-লেখক হিসেবে ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ ‘এসেনশিয়ালস অব মডার্ন মার্কেটিং’ বই লিখেছেন; যা বিশ্বের ২৫টি দেশে প্রকাশিত হয়েছে।

সর্বশেষ খবর