শিরোনাম
রবিবার, ৩০ জুন, ২০২৪ ০০:০০ টা

করোনার মতো দুর্নীতি বিস্তার লাভ করেছে : এনপিপি

নিজস্ব প্রতিবেদক

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যখন দিশেহারা, তখন দেশে করোনা ভাইরাসের মতো দুর্নীতি বিস্তার লাভ করেছে বলে অভিযোগ করেছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এনপিপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি জানান। দুর্নীতি, মাদক বিস্তার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন এনপিপি নেতা আবদুল হাই মন্ডল, ইদ্রিস চৌধুরী, এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু) প্রমুখ।

সর্বশেষ খবর