সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

অধ্যাপক খান সারওয়ার মুরশিদের শততম জন্মবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

দেশবরেণ্য শিক্ষাবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাঙালির মনন ও মানসের আলোকবর্তিকা অধ্যাপক খান সারওয়ার মুরশিদ-এর ১০০তম জন্মবার্ষিকী আজ। ১৯২৪ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।

মরহুম আলী আহমদ খান ও মরহুমা বেগম সিদ্দিকা খানম-এর এক মেয়ে ও এক ছেলের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ। তার বাবা মরহুম আলী আহমদ খান ছিলেন অবিভক্ত বাংলার এবং পরে পূর্ব পাকিস্তানের ব্যবস্থাপক পরিষদের সদস্য। ভাষা আন্দোলন, ছয় দফা ও মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সব রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলনে প্রথম সারিতে থেকে প্রেরণা জুগিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক খান সারওয়ার মুরশিদ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও নাগরিক উদ্যোগ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন তিনি। গুণী এই মানুষটি ২০১২ সালের ৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। বছরব্যাপী তার জন্মশতবার্ষিকী পালনে আজ জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করবে জন্মবার্ষিকী উদযাপন কমিটি।

সর্বশেষ খবর